News update
  • CA Dr. Yunus to open Amar Ekushey Book Fair today (Saturday)     |     
  • Plane with 6 aboard crashes in US, setting homes ablaze      |     
  • Sabina Yasmin collapses on stage amid performance     |     
  • Dreams of returning home dashed by reality in Gaza City     |     
  • Hospitals overwhelmed in DR Congo, food running out     |     

অটোরিকশার ধাক্কায় আহত শাহনাজ খুশি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-01, 8:16am

werewrq-ededccb5fa2ef75002c35e4af42059be1738376214.jpg




রাজধানীতে হাঁটতে বের হয়ে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। এতে চোখের উপরের সেনসেটিভ জায়গায় ১০টি সেলাই লেগেছে বলে জানিয়েছে তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এসব জানান তিনি।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির ফেসবুক স্ট্যাটাসটি কয়েকটি বানান সংশোধন করে পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো- বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন?! চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মত শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া! এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০ টা সেলাই লেগেছে!

আমি যে প্রাণে বেঁচে আছি, এ জন্য মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছি!

কিচ্ছু চাই না আমি, শুধু যে মায়েরা/ বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন, অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়ত ভেঙেচুরে বেঁচে গেছি, কোন বাচ্চা এ আঘাত নিতে পারবে না!

ব্যাটারীচালিত অসভ্য/ বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন।

যদিও আমি গলির ভেতরের রাস্তায়, প্রাতঃ ভ্রমণ শেষে, অতি সর্তকতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যান চালক, কারও জীবনের ক্ষতির তোয়াকা করে না!

আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার। আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোন বোধশক্তি নাই!

জানি না স্বাভাবিক চেহারায় ফিরবো কিনা, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলবো না!

কাতর অবস্থায় বিছানায় পরে থেকে বারবার একটা প্রশ্ন মনে আসছে, এই যে যত্রতত্র কুপিয়ে জখম/ ট্রেনে, বাসে, রিক্সা, প্রাইভেট গাড়িতে দিনেরাতে ছিনতাই/ অস্ত্রসহ যে কোন প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাবাজি/ দখলবাজি/ ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ব্যে অহরহ সড়ক দুর্ঘটনা/ সন্ধ্যা পরে রাস্তাঘাট- সিগন্যালে পুলিশ বা ট্রাফিক না থাকা/ যে কোন রাস্তায় অবরোধ-মারামারি, তাহলে আমাদের সুরক্ষাটা কে দেবে? কার কাছে চাইব আমাদের সন্তানদের নিরাপদ পথচলা বা সুশৃংখল শিক্ষাঙ্গন আপনারাও কি ভাবছেন?’ সবার সংকটহীন, মঙ্গলময় হোক।

শাহনাজ খুশির পোস্ট দেখতে এখানে ক্লিক করুন