News update
  • Report sensitive events responsibly: Police HQ urges media     |     
  • UN chief Guterres arriving Thursday with packed schedule     |     
  • Nylon net-fence along Sundarbans to stop man-tiger conflicts     |     
  • Action urgently needed to stop rise in child trafficking - UN report     |     
  • On Women’s Day, Palestinian Women Fight for Survival      |     

অভিনেত্রীদের অনুষ্ঠানে বাধা, যা বলল শিল্পী সংঘ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-02, 10:36pm

weewewrw-3dfac3f60582461ad17fe698c942bffa1738514186.jpg




শোবিজাঙ্গনের তারকাদের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রথমে চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, পরে টাঙ্গাইলে পরীমণি, এরপর রাজধানীতে তোপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অপু বিশ্বাসকে।

সম্প্রতি, এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‌‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’ বিবৃতির মাধ্যমে তারা অভিযোগ তুলেছে, নারী অভিনয়শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। গত তিন মাসে রাজধানীর কামরাঙ্গীরচর, চট্টগ্রাম এবং টাঙ্গাইলে একই কায়দায় এই বাধার সম্মুখীন হয়েছেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী এবং পরীমনি।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। পাশাপাশি, শুটিং ও শিল্পীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও উত্থাপন করেছে সংগঠনটি।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে, যদি কোনো অভিনয়শিল্পী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। তবে অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে, শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে। এতে দেশীয় শিল্প-সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে।

অভিনয়শিল্পী সংঘের এই বিবৃতি শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রদান করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।

সংগঠনটির দাবি, এই সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা এবং দেশের সাংস্কৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে যাবে। আরটিভি