News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

‘সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-14, 4:49pm

werwerwer-57478bdd6cc0d1aeef78b98f8f1a42201739530165.jpg




প্রকৃতি আজ রঙ বদলেছে, ফাগুনের মাতাল হাওয়ায় ভেসে যাচ্ছে প্রেমপিয়াসী হৃদয়। বসন্তের উচ্ছ্বাস আর ভালোবাসার আবেশ একাকার হয়ে গেছে এই দিনে। ১৪ ফেব্রুয়ারি—বিশ্ব ভালোবাসা দিবস আর বাংলা পঞ্জিকার পহেলা ফাল্গুন আজ একসূত্রে গাঁথা।

আজ প্রকৃতি যেমন নতুন রঙে সেজেছে, তেমনি ভালোবাসার ভাষাও নতুনভাবে প্রকাশ পাচ্ছে। মনের যত না বলা কথা, যত আবেগ—সব আজ ছড়িয়ে পড়ছে ভালোবাসার স্পন্দনে। কপোত-কপোতী নিবেদন করছে হৃদয়ের গোপন অনুভূতি, কেউ হয়তো তার চুপকথাগুলো রূপকথায় রূপান্তরিত করছে।

বসন্ত ও ভালোবাসা দিবসের যুগলবন্দি বাংলার উৎসবের অনুষঙ্গ হয়ে উঠেছে। বাংলা বর্ষপঞ্জির সংস্কারের পর থেকে বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হচ্ছে। দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায়। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। যে কারণে শোবিজের চাকচিক্য থেকে খানিকটা দূরেই ছিলেন অভিনেত্রী। তবে ইদানীং বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে।

দর্শকপ্রিয় এই অভিনেত্রীর কাছে ভালোবাসার মানে হচ্ছে, ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসব, সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে।

ভালোবাসা দিবস নিয়ে প্রভা বলেন, যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!

কিন্তু কোনটা বেছে নেবেন ফাল্গুন না ভ্যালেন্টাইন্স- সে প্রশ্নের জবাবে প্রভা বললেন, আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন শোবিজে দুনিয়ায় পা রাখেন প্রভা। মডেলিংয়ে কাজ করার পর কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। এরপর বহু নাটকে অভিনয় করেন প্রভা। আরটিভি