News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

দেড় বছরে চূড়ান্ত চিত্রনাট্য, কবে শুরু হচ্ছে ‘পাঠান ২’?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-26, 7:27am

srk_pathan-f0e8b5bc0bdba33566f1bf2d8fa3240a1740533261.jpg




শাহরুখ খানের ক্যারিয়ারে যখন একের পর এক ফ্লপ, তখনই আশার আলো দেখিয়েছিল ‘পাঠান’। এবার আসছে এই সিনেমার সিক্যুয়েল।

পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করছে, সিনেমাটির চিত্রনাট্যের ফাইনাল খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই ফ্লোরে যাবে এই মেগা প্রজেক্ট। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন আদিত্য চোপড়া। দেড় বছরেরও বেশি সময় লেগেছে সেই কাজ শেষ করতে। 

কিন্তু কেন এতটা সময় লাগল? কারণ, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও বড় এবং আকর্ষণীয় করে তুলতেই এই বাড়তি সময় নিয়েছেন যশ চোপড়ার পুত্র। প্রথমে শোনা গিয়েছিল, প্রথম ‘পাঠান’ এর লেখক আব্বাস এই সিনেমাটির গল্পও লিখছেন। পরে জানা যায়, পুরোপুরি নিজের হাতেই রেখেছেন আদিত্য। সিকুয়েলকে নিছকই একটা পরবর্তী পর্বে সীমাবদ্ধ না রেখে প্রথম সিনেমাকে টেক্কা দেওয়ার মতো গল্প গড়তে চেয়েছেন তিনি। সেই লক্ষ্যেই শাহরুখ খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন আদিত্য, আর কিং খান স্ক্রিপ্ট শুনে বেশ উত্তেজিত।  

তবে চিত্রনাট্য প্রস্তুত হলেও পরিচালক নিয়ে এখনও ধোঁয়াশা। প্রথম ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমার ‘কিং’ নিয়ে, যার শুটিং শুরু হবে এপ্রিল ২০২৫-এ। তাই ‘পাঠান ২’-এর পরিচালনার দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। সম্ভাব্য নামের তালিকায় আছেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়, যিনি নাকি ‘ওয়ার ২’ এর কাজও বেশ ভালো করেছেন। আর এক সম্ভাব্য নাম খোদ আদিত্য চোপড়া। তবে একেবারে নতুন কোনও পরিচালকের হাতেও এই দায়িত্ব যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এনটিভি