News update
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     
  • Jamaat and allies set to begin seat-sharing discussions from Tuesday     |     

সত্যিই কী রাজনীতিতে যোগ দিচ্ছেন তাহসান?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-10, 9:03am

d252538b29604446d36aed97716b10e4960d29a4fc15cd3a-5bdf13863909e6269f24462868ec55211762743811.jpg




জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খান এখন টক অব দ্য টাউন। গান ছেড়ে দেয়ার ঘোষণার পর নানাজন নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করিয়েছেন তাকে নিয়ে। এবার গুঞ্জন ভাসছে তিনি নাকি রাজনীতিতে যোগ দেবেন।

অস্ট্রেলিয়ায় এক কনসার্টে গিয়ে অবসরের ঘোষণাটা দিয়েছিলেন তাহসান। তবে সেটা এভাবে ছড়িয়ে পড়বে, সেটা ভাবেননি তিনি। তার কথা, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে।’

তাহসানের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি চাউর হয় তার অবসরের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে। তিনি একটি ধর্মভিত্তিক রাজনীতির দলে যোগ দিয়েছেন, এমন গুঞ্জন উঠেছিল।

সেটা নজরে পড়েছে তারও। তিনি বলেন, ‘একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’

যারা এই কাজ করেছেন, তাদের বিষয়ে তাহসান বলেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’

তাহসান তার গান আর অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও চালিয়ে গেছেন। অবসরের পর সেদিকেই বেশি মনোযোগ দেওয়ার বিষয়ে ভাবছেন তাহসান। তিনি জানান, তার মনে হচ্ছে তাকে আরও বেশি পড়তে হবে। তার কথা, ‘প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয়, কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।’

তাহসান তার প্রায় কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ ও ৩৫ লাখেরও বেশি অনুসারী নিয়ে থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন। সে প্রসঙ্গে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ততা থেকে দূরে সরে যেতে চান।

তাহসান বলেন, ‘অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগমাধ্যম অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে।’