News update
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-21, 7:46am

4c8ff4208b8e65756726b70b26be9dfdc807326d76a5a0fc-a5b7c1bb98afd912e7b44886fb7fe6651768960008.jpg




দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর ফিরলেন নতুন অ্যালবাম নিয়ে। একক অ্যালবামটির নাম ‘মাওলা’। জানা গেছে, এটি এ বছরের ঈদুল ফিতরে প্রকাশিত হবে।

বালামের নতুন অ্যালবামে থাকবে ৬টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন শেষ। ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা— তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম।

নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামে জেন–জিদের পছন্দ ও রুচিকেও গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছি— একেকটি গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন। অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়।

এই অ্যালবামের ছয়টি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি।

‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশিত হয়েছে তার চারটি অ্যালবাম— ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের একাধিক গান পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

এর মধ্যে উল্লেখযোগ্য— ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’।