News update
  • BD fisherman killed in firing from Myanmar; 2 injured     |     
  • Live updates on ME from the Security Council and across UN     |     
  • ‘No end to hell’ in northern Gaza, warns UN aid agency chief     |     
  • Dhaka’s air quality turns ‘unhealthy’ Thursday morning     |     

কিম জং উন-কে বোমারু বিমান ও যুদ্ধবিমান দেখিয়েছে রাশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-09-17, 8:17am

04b1a4f8-4cbb-481f-a323-785be3412e7f_w408_r1_s-deeb60d67c76a0d97ed44488713b8b7a1694917046.jpg




উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সক্ষম কৌশলগত বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমান পরিদর্শন করেছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম, দূর-প্রাচ্যের রুশ শহর আর্টিওম-এ পৌঁছার পর, তাকে বোমারু বিমান ও যুদ্ধবিমান ঘুরিয়ে দেখিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় সামরিক কর্মকর্তারা।

রুশরা কিমকে যে সরঞ্জামগুলো দেখিয়েছে, সেগুলো হলো সেই সব অস্ত্র, যা ইউক্রেন আক্রমণে ব্যবহার করেছে রাশিয়া।

.শনিবার, দিনের শেষে কিম ও শোইগু একটি অস্ত্র-সজ্জিত রণতরী সহ আরো কিছু সরঞ্জাম পরিদর্শন করতে ভ্লাদিভস্টক সফর করেন।

কিমের রাশিয়া সফরের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার চার ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক। আর, দুই দেশ পরস্পরের কাছে কী চায় এবং তারা কী ধরনের চুক্তি সম্পাদন করবে তা নিয়ে শঙ্কা বৃদ্ধি পায়। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।