News update
  • Move to prolong Interim Govt in name of keeping Yunus in power: Manna     |     
  • Billionaire Backers Turn Critics of Trump’s Tariff Plan     |     
  • Bangladesh Ranked 47th Most Powerful Country      |     
  • Saima Wazed Took RAJUK Plot Without Formal Application: ACC     |     

পশ্চিমবঙ্গে বিজেপির ‘বাংলা বন্ধ’ কর্মসূচি

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2024-08-28, 11:13am

4117c831fbb855bcb7b4be93d50aed735e35c21e2ae9f4b7-91b7db774a6a356b7b04f2521e56ebf41724822019.jpg




আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) ‘নবান্ন’ ঘেরাও করে ছাত্র-জনতা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় দুই শতাধিক বিক্ষোভকারীকে।

এর জেরে ‍বুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বন্ধের’ ডাক দিয়েছে বিজেপি।

মঙ্গলবার প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবেই শুরু হয় কলকাতার কলেজ স্ট্রিট থেকে। দুপুরের পর সেই মিছিল মমতার প্রধান কার্যালয় ‘নবান্ন’র কাছাকাছি পৌঁছেতেই পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

তিন স্তরের পুলিশি ব্যারিকেড ছিল নজিরবিহীন। রাস্তায় বসানো হয় কন্টেইনারও। মিছিলের গতিপথ নির্ণয় ও শক্তি বুঝতে আকাশ পথেও নজরদারি ছিল ড্রোন ক্যামেরায়।

বিকেলে রাজ্য বিজেপির পক্ষ থেকে ফের লালবাজার ঘেরাওয়ের ডাক দেয়া হলে সেখানেও খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশি নির্যাতনের অভিযোগে বুধবার ১২ ঘণ্টা পশ্চিমবঙ্গে হরতালের ডাক দিয়েছে বিজেপি।

রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ‘নবান্ন ঘেরাও’ কার্যত বিফল হওয়াতে এবার হরতালের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

এদিকে, আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাম-কংগ্রেস। যদিও মঙ্গলবারের কর্মসূচিতে তাদের সমর্থন ছিল না। সময় সংবাদ।