News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ঢাবিতে আবারও ছাত্র রাজনীতি শুরুর শঙ্কায় শিক্ষার্থীদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-11-08, 8:30am

ff674966cbd287d94bf6ac4ff16946a86a88b0c2ef29bf1c-1-99266d511c01b358addeb0fd6fa390361731033023.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্র-রাজনীতি শুরু হচ্ছে; এমন শঙ্কায় ফের বিভিন্ন হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

আবারও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের স্লোগান। বিশ্ববিদ্যালয় আবাসিক ও একাডেমিক এলাকায় সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংক্রান্ত গণভোটের আয়োজন ও সিদ্ধান্ত গ্রহণের দাবিতে এই বিক্ষোভ মিছিল।

রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে হল এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এরপর ভিসি চত্বরে সমবেত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত নিজেদের জায়গা পরিষ্কার করে গণভোটের আয়োজন করার দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রকম কোনো পেশী শক্তির রাজনীতি করার চেষ্টা করলে সেটা শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতিতে কখনোই ছাত্রদের জন্যে হয় না উল্লেখ করে, অনতিবিলম্বে ডাকসু কার্যকর করার দাবি তোলেন সমন্বয়ক আবদুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন দেয়ালে ছাত্রদলের পোস্টার সাঁটানোর প্রতিবাদে বুধবার রাতেও ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সময় সংবাদ।