বাংলাদেশের ব্যাটাররা শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল। এরপর ইনিংস মেরামতের দায়িত্ব এসে পড়ে নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে। এই দুই ব্যাটারের পঞ্চাশোর্ধ রানের জুটিতে শুরুর সেই চাপ সামলে উঠেছে টাইগাররা। ফলে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে তামিম ইকবালের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৮ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল শান্ত ৩৮ ও মুশফিকুর রহিম ৩৭ রানে ব্যাট করছেন।
সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচের মতো এবারও ব্যর্থ হন ওপেনার লিটন দাস। যার মধ্যে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। স্যাম কারানের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। সিরিজে লিটনের ব্যাটিং ইনিংসগুলো এমন ৭, ০ ও ০।
এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভারটা দেখেশুনেই খেলেন তিনি। কিন্তু তৃতীয় ওভারের শেষ বলে প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়ে পয়েন্টে জেমস ভিন্সের সহজ ক্যাচে আউট হন টাইগার কাপ্তান তামিম। ফলে ওই ওভারের প্রথম তিন বলে ১৩ রান এলেও কারান দ্বিতীয় উইকেট শিকার করেন।
শুরুতেই বাংলাদেশের এলোমেলো ব্যাটিংয়ে তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে ইনিংস মেরামতের গুরুদায়িত্ব নেন নাজমুল শান্ত-মুশফিক। তথ্য সূত্র আরটিভি নিউজ