News update
  • BNP submits list of 848 July-August martyrs to tribunal     |     
  • Aynaghar sample of AL govt's brutality; CA says after visit     |     
  • Automated Weather Station (AWS) at SAU     |     
  • UN says former BD govt behind possible 'crimes against humanity'     |     
  • UN report finds brutal, systematic repression of July protests     |     

বোলিংয়ে কাউকে অনুসরণ করেন না হাসান মাহমুদ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-11, 4:58pm

resize-350x230x0x0-image-215399-1678528857-0bce2af1b3370d3ccd21dc120041d2681678532338.jpg




সবশেষ বিপিএলেও রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে নিজের জাত চিনিয়েছেন হাসান। টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। বিপিএলের পর ইংল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াডে জায়গা না পেলেও টি-টোয়েন্টিতে টাইগারদের অবিচ্ছেদ্য অংশ তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে প্রতিপক্ষকে বেশ অস্বস্তিতে রাখেন হাসান। নিজের প্রথম দুই ওভারে বেশ খরুচে থাকলেও ডেথ ওভারে বল করে ১২ বলে ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ইংলিশদের ২ উইকেট। তার মধ্যে ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলারের উইকেটও।

শনিবার (১১ মার্চ) মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, ‘কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার।’

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ২৩ বছর বয়সী হাসান। ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান? এমন প্রশ্নের জবাবে হাসানের অকপট জবাব, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জস বাটলারের উইকেট নিয়েছেন হাসান। তার হাতে দুইটা ছক্কা হজম করতে হয় হাসানকে। এরপর ফিরে এসে তাকে আউট করেন। এর পেছনের ভাবনার কথাও জানিয়েছেন হাসান। তিনি বলছেন, ছক্কা খাওয়ার পর সেসব নিয়ে ভাবেননি।

তিনি বলেছেন, ‘ওই সময় সে যে আমাকে ছক্কা মেরেছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিনি ও কী করছিল। আমি ভাবছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল যেকরেই হোক ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।’

বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দলে অন্যতম সেরা বাঞ্চ অব প্লেয়ার আমি দেখছি। খুবই উৎফুল্ল সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে।’

বিপিএল নিজের পারফর্ম নিয়ে তরুণ এই পেসার বলেন, 'বিপিএলে আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার। চেষ্টা ছিল দলের জন্য কন্ট্রিবিউট করার। হয়তো ১ টা ম্যাচে করতে পারিনি। তবে বেশিরভাগ ম্যাচেই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। এটা এখন অবশ্যই সাহায্য করছে।'

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। ফলে পরের দুই ম্যাচে অন্তত এক জয় পেলে সিরিজও নিজেদের ঘরে রেখে দেওয়ার সুযোগ রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। পেসার হাসানও সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হাসান। বলেন, টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতবে।

আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।