News update
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • Dengue: 5 more die, 1,147 hospitalised in 24hrs     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

অবিশ্বাস্য জয়ে ম্যাক্সওয়েলের যত রেকর্ড

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-08, 12:12pm

image-247001-1699419531-cafeea10d5faf2d684bcad916a657a5a1699423974.jpg




কী অসাধারণ ইনিংসটাই না খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর থেকেই অজি এ ক্রিকেটারকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। তর্কসাপেক্ষে এটিকে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বললেও ভুল বলা হবে না। নিজে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ শেষ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত আফগানদের তিন উইকেটে হারায় তারা।

দলীয় ৯১ রানে ৭ উইকেট হারানোর পর খাঁদের কিনারা থেকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন তিনি। চোটকে দেখিয়েছেন বুড়ো আঙুল। অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে করেছেন অসাধ্য সাধন। ১২৮ বলে খেলেছেন ২০১ রানের অতিমানবীয় এক ইনিংস। দুর্দান্ত এমন পারফরম্যান্সে বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন অজি এ অলরাউন্ডার।

২০১*

ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটি। এতদিন এ রেকর্ড ছিল সাবেক অজি ওপেনার শেন ওয়াটসনের নামে। ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি।

ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রান বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এ তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও দুইয়ে ক্রিস গেইল।

রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও এটি। ২০২১ সালে পাকিস্তানের ফখর জামান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৩ রান করে এ তালিকায় এতদিন শীর্ষে ছিলেন।

ছয় নম্বর পজিশনে বেশি রান করার রেকর্ডও এটি। এর আগে, ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রান করেছিলেন ভারতের কপিল দেব।

১২৮

ডাবল সেঞ্চুরি করতে ১২৮ বল খেলেছেন ম্যাক্সওয়েল। দ্রুততম দ্বি-শতক হাঁকানোর তালিকায় দুইয়ে অজি এ অলরাউন্ডার। এ তালিকায় শীর্ষে আছেন ভারতের ইশান কিষাণ। গেল বছরে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

১০

অপরাজিত ২০১ রানের ইনিংস খেলতে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটারের পক্ষে সর্বোচ্চ এটি।

৪৩

সবশেষ ম্যাচের ১০টি ছক্কাসহ এখন পর্যন্ত বিশ্বমঞ্চে ৪৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বমঞ্চে সব থেকে বেশি ছক্কার রেকর্ডও এটি। ৩৭ ছক্কা নিয়ে দুইয়ে ডেভিড ওয়ার্নার। তথ্য সূত্র আরটিভি নিউজ।