News update
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     
  • Arrest Orders Hasina, Rehana, Tulip, 53 others      |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     

দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজাকে ফেরালেন তাসকিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-20, 10:56am

img_20240920_105149-ef8e6dfaf62742a9dd979f7901196ba21726808195.jpg




চেন্নাই টেস্টের প্রথমদিনে বাংলাদেশ উড়ন্ত শুরু পেলেও অশ্বিন-জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনের ব্যাটে ভর করে ৩৩৯ রান তুলে দিন শেষ করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিল জাদেজা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই এই বাঁহাতি ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৫৪ রান। রবিচন্দ্রন অশ্বিন ১০৭ রান এবং আকাশ দ্বীপ ৯ রানে ব্যাট করছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ পিচে টিকতে পারেননি জাদেজা। দিনের তৃতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় অলরাউন্ডার। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। আরটিভি নিউজ।