News update
  • Sedition case against Hasina, 72 others over online meeting     |     
  • Shab-e-Qadr observed with special prayers March 27 night     |     
  • Bangladesh’s forex reserves cross $25 billion ahead of Eid     |     
  • Bangladesh to Japan: A New Era of Workforce Diplomacy      |     
  • Asia Must Boost Cooperation for Shared Destiny: Dr Yunus     |     

মাহমুদউল্লাহর বিদায়ে শুভকামনা জানালেন হৃদয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-13, 11:36am

retrtert-653358354c9a2aeec9801777a6a413971741844170.jpg




মাহমুউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া দেখিয়েছিন জাতীয় দলের সতীর্থররা। এমন ক্যারিয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। টাইগারদের অনেক জয়ে অবদান রাখায় রিয়াদকে কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। মিরাজ, হৃদয়, তানজীদ তামিমদের কাছে অনু্প্রেরণার নাম মাহমুদউল্লাহ রিয়াদ।

সাইলেন্ট কিলার, সেরা ফিনিশার, ভদ্র ক্রিকেটার কত নামেই না ডাকা হতো মাহমুদউল্লাহ রিয়াদকে। ক'মাস আগেও জাতীয় দলে তাকে ঠিকঠাক মূল্যায়ন না করা নিয়ে সমালোচনা ছিলো দেশের ক্রিকেটে। তবে, শেষবেলায় সেই রিয়াদই বনে গেছেন খলনায়ক। আক্ষেপ আর হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন দেড় যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে। তার এই বিদায়ে আবেগঘন পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা।

রিয়াদের অবসরের ঘষোণা পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় টাইগারদের অনেক ম্যাচের জয়ে বড় অবদান রাখায় তাকে ধন্যবাদ জানিয়েছে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। বলেছেন সাইলেন্ট কিলার নয় বন্ধুমহলে তাকে ডাকতেন 'পেইন কিলার' হিসেবে।

ফেসবুক পোস্টে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিল ‘‘পেইন-কিলার’’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি।’

মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন আরও অনেকেই। বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন লিখেছেন, ‘বিশ্ব মঞ্চে বাংলাদেশ ক্রিকেটে অবদানের জন্য রিয়াদ ভাই আপনাকে ধন্যবাদ। ড্রেসিংরুমে আপনাকে অবশ্যই মিস করব এবং মাঠে ও মাঠের বাইরে আপনার কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা নেব। আপনি আমাদের অনেককে অনুপ্রাণিত করেছেন এবং অনেক দিন ধরে তা করে যাবেন...। আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা...।’