News update
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     
  • Khulna’s ‘white gold’ shrimp eyes Tk 22,600cr export goal     |     

বিমানসেনা ও পরিবারবর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 4:40pm




বিমান বাহিনীতে কর্মরত বিমানসেনা ও তাদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান মঙ্গলবার (৩ মে) বিমান বাহিনী প্রধান এর সরকারি বাসভবন (এয়ার হাউস) এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি ও বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহ্মিদা হান্নান। তাঁরা উপস্থিত বিমানসেনা ও তাদের পরিবারবর্গের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এর পর বিমানসেনা ও তাদের পরিবারবর্গের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্ন ভোজে বিমান বাহিনী প্রধান ও কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী অংশগ্রহণ করেন।

 

এর আগে ফ্যালকন হল, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমানবাহিনী প্রধান ও বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী উপস্থিত কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তথ্য সূত্র: আইএসপিআর।