News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

চুয়েট ইনকিউবেটরে ‘স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার

গ্রীণওয়াচ ডেস্ক গবেষণা 2022-06-28, 8:40am

image-48049-1656340185-ea06ccc98b0ffabbb044d07219efdc861656384026.jpg




প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে ‘ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ এবং ‘আইওটি বেইজ্ড ফল ডিটেকশন এন্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র  সিটিজেন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১ টায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (উপ-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ‘আইওটি বেইজ্ড ফল ডিটেকশন এন্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন’ এর প্রজেক্ট লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও ‘ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ এর প্রজেক্ট লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।  তথ্য সূত্র বাসস।