News update
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     
  • BNP pledges to implement signed July Charter     |     

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিল সৌদি

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-10-08, 12:01pm

4er543534534-1548edcba7440fe1046b8372b938df541759903319.jpg




পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা ঘোষণা করেছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরাই ওমরাহ পালনের সুযোগ পাবেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হলো ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ করা এবং বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র নগরীতে প্রবেশাধিকার বাড়ানো—যা সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য। খবর গালফ নিউজের।

যেসব ভিসায় ওমরাহ করা যাবে

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ভিসা, পারিবারিক ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মসংস্থান ভিসাসহ সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, “এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব বিশ্বের সব প্রান্তের মুসলমানদের সহজ ও প্রশান্ত পরিবেশে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”

নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু

ওমরাহ পালনের জন্য মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি অনলাইনে প্যাকেজ নির্বাচন, অনুমতি গ্রহণ এবং সময় নির্ধারণ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সহজেই বিভিন্ন সেবা বুক করতে পারবেন।

নিরাপদ ও আধ্যাত্মিক অভিজ্ঞতা

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, “এই উদ্যোগ কাস্টডিয়ান অব টু হোলি মসকস ও যুবরাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যাতে মুসলমানদের জন্য একটি নিরাপদ, আধ্যাত্মিক ও উচ্চমানের সেবা পরিবেশ নিশ্চিত করা যায়।”

এই পদক্ষেপের ফলে ভিসা সংক্রান্ত সীমাবদ্ধতা কমে যাবে এবং আরও বেশি মুসলমান সহজে ওমরাহ পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।