News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-11-17, 6:53pm

ewrewrwerewfe-aa591b7b7fa5401f0ddfe892125021561731848013.jpg




জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর থেকে এ পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাচ্ছে।

এ পরীক্ষায় ৩১টি বিষয়ে মোট ৮৪৬টি কলেজে ২ লাখ ৬৫ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ বছর গড় পাসের হার ৭০ শতাংশ।

এদিকে, চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম। আরটিভি