News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

২৮ বছর পর প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-11-17, 6:56pm

retretreyery-2fa598f87a2cd1d62584569b7c8415f41731848167.jpg




আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। শুক্রবার (১৫ নভেম্বর) ৪৮তম এ গ্রন্থ আসরের লোগো উদ্বোধন করা হয়। তবে, এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি মেলা কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চ্যাটার্জির ভাষ্য, এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশ না এলে কিছু বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, গিল্ডের পক্ষ থেকে তারা এখনও কোনো আমন্ত্রণপত্র পাননি। মাজহার বলেছেন, আমরা অবশ্যই বইমেলায় অংশ নিতে আগ্রহী।

গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় হয়েছিল থিম কান্ট্রি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের উদ্যোগেই বইমেলায় এ দেশের প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কিন্তু এ বছর এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি। অবশ্য বর্তমানে কলকাতায় বাংলাদেশের কোনো ডেপুটি হাইকমিশনার দায়িত্বে নেই।

এবারের বইমেলায় থিম দেশ হিসেবে থাকছে জার্মানি। জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লাইনপাস এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগে জানিয়েছেন, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নের মূল বিষয়বস্তু। জার্মান প্যাভিলিয়নের নকশা তৈরি করবেন স্থপতি অনুপমা কুণ্ডু। এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া ও জার্মানির নাম উল্লেখ পাওয়া গেছে। আরটিভি