News update
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     

ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-27, 3:20pm

resize-350x230x0x0-image-200786-1669538888-3925fc76580793deb8b10b002717823d1669540800.jpg




মরুর বুকে প্রথম বিশ্বকাপে 'জি' গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় সেলেসাওরা।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা। এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ দিয়েছেন দলের চিকিৎসকরা। দ্রুতই মাঠে ফিরবেন ব্রাজিল শিবিরের পোস্টার বয় নেইমার।

তবে এই ম্যাচে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত করবে সেলেসাওরা। তাই পরিস্থিতি বিবেচনায় দলের সেরা তারকাকে মাঠে নামাবেন তিতে।

উল্লেখ্য, সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ফলে এবারের বিশ্বকাপে অনেকটা অনিশ্চিত নেইমার, এমন শঙ্কা দেখা দিয়েছিল। তথ্য সূত্র আরটিভি নিউজ।