News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

ফেসবুক প্রোফাইল থেকে আয় করার উপায়

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-10, 7:20am

54a08ffef5d4ec60fe084e8431681bf5cdc25a5e429a2a3c-24c8782ce4f6466ec1462f9e21943d331757467258.jpg




ফেসবুক প্রোফাইল থেকে আয় করার বিষয়টা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে খেয়াল রাখতে হবে—সব ধরনের প্রোফাইল দিয়ে আর্ন করা যায় না। ফেসবুকের নির্দিষ্ট কিছু কনটেন্ট টাইপ এবং ফিচারের মাধ্যমেই মূলত আয় করা সম্ভব।

ফেসবুকে প্রোফাইল/পেজ থেকে আয়ের কিছু জনপ্রিয় উপায় দেখে নিন

১. ফেসবুক রিলস মনিটাইজেশন

২. ছোট ভিডিও বানিয়ে আপলোড করলে ভিউয়ের ভিত্তিতে আর্ন হয়।

৩. কনটেন্ট হতে পারে: লাইফস্টাইল টিপস, ট্রাভেল, মজার ভিডিও, হেলথ টিপস, মোটিভেশন, এডুকেশন ইত্যাদি।

৪. অ্যাড ব্রেকস: আপনার ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেখানো হয়। এজন্য লম্বা ভিডিও বানাতে হবে (৩ মিনিটের বেশি হলে ভালো হয়)।

৫. ফেসবুক স্টারস: ফলোয়াররা আপনার ভিডিও/লাইভে গিফট বা “স্টারস” কিনে দিতে পারে। বিশেষ করে গেমিং, লাইভ স্ট্রিমিং, গান বা টকশো জাতীয় কনটেন্টে ভালো কাজ করে।

৫. ব্র্যান্ড কল্যাবরেশন: আপনার প্রোফাইল/পেজে ফলোয়ার বেশি হলে ব্র্যান্ড আপনার কনটেন্টে প্রচার করতে চাইবে। যেমন: কসমেটিকস, ফ্যাশন, ফুড, টেকনোলজি ব্র্যান্ড।

৬. অ্যাফিলিয়েট মার্কেটিং: পণ্যের লিংক শেয়ার করে কমিশন পাওয়া যায়। ফেসবুকে ভিডিও/পোস্টে প্রোডাক্ট সাজেশন দিতে পারেন।