News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

কাতারে হামলার ঘটনায় আরব দেশগুলোর তীব্র প্রতিক্রিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-10, 7:15am

img_20250910_071327-99a43af20b3e7983e4fcb45093e52c4c1757466920.jpg




কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘একটি বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে।

এ ছাড়া, ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে কুয়েত। এর প্রতিশোধ হিসেবে কাতার যে পদক্ষেপ নেবে তার প্রতি নিজেদের ‘পূর্ণ সমর্থন’ থাকবে বলেও জানিয়েছে দেশটি।

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।

এ ছাড়া, এই হামলাকে ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন ওমানের সুলতান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়।