News update
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে : প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-19, 9:09am

resize-350x230x0x0-image-244279-1697642189-6f165c42f1d5b2472d27454ade4ca5f51697684960.jpg




ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় সমর্থন জানিয়ে আসছি। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে ওআইসিভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতগণ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে এ কথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়টি জানান সাংবাদিকদের।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, এ বৈঠকে অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূতগণ।

বর্তমানে ওআইসির সদস্য দেশ ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তদেশীয় জোট এটি। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোট। তথ্য সূত্র আরটিভি নিউজ।