News update
  • Alamdanga’s disabled Zahurul sees the world through his hands     |     
  • Touhid dismisses Indian media reports linking Dhaka for Delhi blast     |     
  • IOM, HCI partner to combat human trafficking in Rohingya camps     |     
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     

শাসকগোষ্ঠী গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে

শহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক

রাজনীতি 2024-01-21, 12:53am

biplabi-workers-party-leaders-placing-wreaths-at-the-shaheed-asad-memorial-in-dhaka-on-saturday-20-january-2024-a1448757346cc7fdaa7ee18c2f5ffc431705776798.jpeg

Biplabi Workers Party leaders placing wreaths at the Shaheed Asad Memorial in Dhaka on Saturday 20 January 2024.



ডামি নির্বাচনের সরকার গণতন্ত্রের পরিবর্তে একদলীয় কর্ত্বতৃবাদী শাসন কায়েম করেছে। 

সরকার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছে। আসাদের সংগ্রামী স্মৃতির প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা। 

২০ জানুয়ারী শহীদ আসাদ দিবসে  '৬৯ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আসাদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে আসাদ স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম,  সংগঠক শাহাদাৎ হোসেন শান্ত,আবুল কালাম প্রমুখ। 

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতাকর্মী  ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আসাদ যে অধিকার,  মুক্তি  ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন ৫৩ বছর স্বাধীন বাংলাদেশে তা আজও অর্জিত হয়নি; বরং তার বিপরীতে দেশকে ঠেলে দেয়া হয়েছে।শাসকগোষ্ঠী  শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে।

তিনি বলেন, গণতন্ত্রের পরিবর্তে ভোটের অধিকার হরণ করে  ডামি নির্বাচনের সরকার  প্রকারান্তরে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। দেশের বহুত্ববাদী অবশিষ্ট  গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেয়া হয়েছে। 

তিনি বলেন, এই পরিস্থিতি দেশকে কেবল অনিবার্য বিপর্যয়ের পথে নিয়ে চলেছে। 

তিনি বলেন, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে '৬৯ এর মত আর একটি গণজাগরণ - গণঅভ্যুত্থান জরুরী হয়ে দেখা দিয়েছে ।সেই লক্ষে তিনি দেশের সকল প্রগতিশীল ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে যুগপৎ ধারায় আন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি