News update
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-16, 7:35pm

df58d08b7876f1ad8de34e7ff84bbb968964144b2c7001b7-6a212669321a11bcd8197658539c6a001768570540.jpg




নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টরা এই প্লাটফর্মে নেতৃত্ব দিচ্ছেন। 

পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে।

গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।