News update
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     
  • Jamaat and allies set to begin seat-sharing discussions from Tuesday     |     
  • ACC sues ex-minister Obaidul Quader, 13 more over illegal flat     |     
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     

প্রাথমিক শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ, নেবে ৪৭০ জন

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-09-16, 12:06pm

tryrtgrtfe-1d32e5943e49d94459ad3fb8d8de6ab41758002777.jpg




জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। দুই ক্যাটাগরির পদে মোট ৪৭০ জনকে নিয়োগ দেয়া হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদফতর, পরিদফতর ও দফতরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী, ২৪৬টি। আবেদনের অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন: ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন দেয়া হবে। আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের https://dper.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। ভ্যাটসহ আবেদন ফি ১১২ টাকা (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা)। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। আবেদনের সময়সীমা: আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হবে, চলবে ১২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।