News update
  • Shapla Chattar Mass Killing: Arrest warrants for Hasina, 4 others     |     
  • EU to retaliate with tariffs against Trump's steel, aluminum duties     |     
  • Ukraine open to a 30-day ceasefire; US resumes military aid     |     
  • Bangladesh Army targeted in false propaganda by Indian media     |     

বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা ফারুকী

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-01-26, 5:42pm

rtretret-c98592628b8fdf4859503cc3470550f11737891720.jpg




বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল, এখন পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা ফারুকী বলেন, ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার পদ্ধতি অদ্ভুত। এখানে একটা কোটারি পদ্ধতি আছে, কোটারি স্বার্থের ব‍্যবস্থাটি দূর করে পুরো একাডেমি সংস্কারের ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল, নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি। আমি বলছি না যারা পুরস্কার পেয়েছে সবাই খারাপ। সলিমুল্লাহ খান, মাসুদ খানের মতো বড় লেখকেরা পুরস্কার পেয়েছেন।

তিনি আরও বলেন, বাংলা একাডেমিতে এমন এক ব‍্যবস্থা ছিল সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারবে না। সলিমুল্লাহ খানও দুই বার বাংলা একাডেমির সদস্য হতে চেয়ে পারেননি। যারা ভালো চিন্তা করছে তাদের অন্তর্ভুক্তির জায়গা না থাকলে বুঝতে হবে একাডেমিটা ঠিকমতো চলছে না। পরিচালনা পদ্ধতি থেকে নীতিমালা সব সংস্কার করতে হবে যাতে এটি একটি চলমান প্রতিষ্ঠান হতে পারে।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। এটি রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। পুরো বাংলা একাডেমিটাকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটির কথা বলা হয়েছে। আরটিভি