News update
  • Dhaka’s air quality ‘moderate’ on Thursday     |     
  • Rice traders refuse to unload cargo for high duty at Hili     |     
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     

চলে গেলেন অধ্যাপক যতীন সরকার

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-08-13, 6:00pm

439c986bb56ada085520f40965f139bdc5a1d4bc3c15ce02-a4ab9b68dac6c03984780bf4b68843291755086414.png




বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংস্কৃতিকর্মী সুব্রত রায় টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি অধ্যাপক যতীন সরকারের একমাত্র মেয়ে সুদীপ্তা সরকারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। অনেক দিন ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপক যতীন সরকার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লেখক সমাজ, শিক্ষক সমাজসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন সরকার। প্রগতিশীল এই চিন্তাবিদ ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১০ সালে স্বাধীনতা পদক অর্জন করেন তিনি। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার, খালেকদাদ সাহিত্য পুরস্কার ও হিমু পাঠক আড্ডা পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।