News update
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     
  • 184 Palestinian journos killed in Gaza war endured hunger, grief     |     
  • Gaza Sees Record Hunger as West Bank Evictions Rise     |     
  • Gaza Health Crisis Deepens as Hospitals Overflow, WHO Warns     |     
  • Mystery over deaths of 2 men inside car in Mouchak basemeent     |     

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-03-06, 12:07pm

gjyityiyuo-bf44470ceba7a8d695c03171ffb2c9ec1709705298.jpg




যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই কানাডিয়ান নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে নিহতদের নাম এখনও জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাশভিল শহরের একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং আগুন ধরে যায়।

এদিকে দুর্ঘটনার আগে ন্যাশভিল বিমানবন্দরে কল করে ইঞ্জিনে সমস্যার কথা জানিয়েছিলেন পাইলট। তখন, বিমানটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু বিমানটি বিমানবন্দরের অনেক দূরে থাকায় পাইলট জরুরি অবতরণ করতে পারবে না বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ কী হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে, দুটি সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।