News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-08-19, 7:15am

9ee8a62cfd46ea44a9da9ba8bdef071f36119613ed215edb-2fc4c91eef05533728a57d651445626f1755566152.jpg




রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ট্রাম্প ওভাল অফিসে জেলেনস্কিকে স্বাগত জানান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ট্রাম্প বলেন, ইউক্রেনে তিনি দীর্ঘমেয়াদি শান্তি চান। আর যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কিকে নিয়ে বৈঠক আয়োজনের কথাও বলেন ট্রাম্প।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। তিনি বলেন, ‘হোয়াইট হাউসে আপনাদের পাওয়া আমাদের জন্য সম্মানের। রাশিয়া এরইমধ্যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো মেনে নিতে সম্মত হয়েছে।’

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিদরিখ মের্জসহ আরও অনেকে।

ট্রাম্প জানান, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি আশাবাদী হয়েছেন যে, শান্তিচুক্তি এখন নাগালের মধ্যেই রয়েছে। তবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এখনও সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ‘স্থায়ী শান্তির পথে এগোতে আমরা কাজ করছি। অবিলম্বে যুদ্ধবিরতি আমাদের সবার কাম্য, তবে এখনই সেটা ঘটছে না,’ বলেন ট্রাম্প।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে বলেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ।