News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

আগুনে পুড়ে ছাই প্যারিস হিলটনসহ হলিউড তারকাদের বাসভবন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-11, 1:03pm

img_20250111_130138-59fada9eea8da9868e24b839d5d9630d1736579020.jpg




যুক্তরাষ্ট্রের লস অঞ্জেলেসে ভয়াবহ দাবানল থেকে রক্ষা পায়নি হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদগুলোও। আগুনে পুড়ে ছাই হয়েছে প্যারিস হিলটনসহ বেশ কয়েকজন তারকার বাসভবন। যাদের মধ্যে রয়েছেন অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজেস, বিলি ক্রিস্টাল, ইউজিন লেভি, জন গুডম্যান, মার্ক হ্যামিল, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েস, অ্যাডাম ব্রডি, মাইলস টেলার, জেমস উডস, জেমি লি কার্টিস, ম্যান্ডি মুরসহ আরও অনেক তারকা। তাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। খবর এএফপির।

হলিউড তারকা প্যারিস হিলটনের সমুদ্রতীরবর্তী মালিবুর বাড়িটি পুরোপুরি ভূস্মীভূত হয়ে গেছে। টেলিভিশনে সরাসরি নিজের বাড়ি পুড়তে দেখেছেন তিনি। ইনস্টাগ্রামে প্যারিস হিলটন লিখেছেন, আমার হৃদয় ভেঙে পড়েছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকের জন্যই আমার হৃদয় ব্যথিত। এই ধ্বংসযজ্ঞ অকল্পনীয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুড়ে যাওয়া বাড়ির ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন জনপ্রিয় এই তারকা। ভিডিওর ক্যাপশনে প্যারিস হিলটন লিখেছেন, বাড়ির সঙ্গে পুড়ে গেছে মূল্যবান অনেক স্মৃতি।

দুইবারের অস্কার বিজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিন্স হলিউডে তার বিলাসবহুল বাড়িটি হারিয়েছেন বলে জানা গেছে। সামাজিকমাধ্যমের একটি ছবিতে দেখা যায়, ৮৭ বছর বয়সী এই পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। অস্কার বিজয়ী আরেক তারকা জেফ ব্রিজেসও তার মালিবুর বাড়িটি হারিয়েছেন।

‘হ্যারি মেট স্যালি’ খ্যাত তারকা বিলি ক্রিস্টাল জানিয়েছেন, যে বাড়িটিতে তিনি ৪৬ বছর ধরে বাস করছিলেন আগুনে তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই এলাকায় ‘শিটস ক্রিক’ ও ‘আমেরিকান পাই’ খ্যাত অভিনেতা ইউজিন লেভির একটি বাড়িও পুড়ে গেছে। রক্ষা পায়নি ‘রোজান’ খ্যাত অভিনেতা জন গুডম্যানের বাড়িটিও।

‘স্টার ওয়ার্স’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, তিনি তার আগুনে পোড়া মালিবুর বাড়ি থেকে স্ত্রী এবং পোষা কুকুরকে নিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন।

দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। তবে দাবানলে বেনের বাড়িটি অক্ষত আছেন। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল যেমন শত শত মানুষের ঘরবাড়ি কেড়ে নিয়েছে, তেমনি ওয়ার্ল্ড শোবিজ রাজধানীর কিছু অংশ ধ্বংস করে দিয়েছে।