News update
  • Guterres Urges Action as Peace Remains Elusive in a Fractured World     |     
  • Why inclusion matters for tackling corruption     |     
  • JS polls to be held by February 15: Shafiqul Alam     |     
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

Unnarutal death 2024-02-05, 12:30am

electricity-symbol-c9460e45be1a452556031edec043fbc31707071431.jpg

Electricity symbol



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রুবেল ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সকাল আটটার দিকে কলেজ বাজার এলাকার একটি দোকান নির্মানের কাজ করতে আসে। এসময় ওই দোকানের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ