News update
  • Dhaka’s air ‘moderate’ for the second day on Saturday     |     
  • Salinity ingress from sea shrinks farmlands in Narail, Bangladesh      |     
  • Metro rail services disrupted for power fault, passengers suffer     |     
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     

৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ কমানো যাবে না: গভর্নর

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-11-07, 7:22pm

tr5457-fe1459057a8ff86ab17c9f0fd4e607d41730985739.jpg




অর্থনীতি স্থিতিশীল হওয়ার জন্য সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়ালেও এটা অস্বাভাবিক কিছু নয়। মূলত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে।

তিনি বলেন, গত সরকারের (আওয়ামী লীগ) আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই ওঠে আসছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। এটি স্থিতিশীল হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে। ডলার রেট বর্তমানে স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য। তবে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, প্রতিনিয়ত বাজারে মনিটরিং করা হচ্ছে। অযৌক্তিকভাবে কেউ কোনো কিছু করতে পারবে না। ফুটপাতে মানুষের হাঁটার জায়গা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে।

উল্লেখ্য, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এছাড়া অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। আরটিভি