News update
  • UN Chief Demands Justice for Crimes Against Journalists     |     
  • Heavy Rain Leaves Dhaka Waterlogged, Life Disrupted     |     
  • Over 550,000 Syrians return home from Turkey     |     
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     

রাজধানীতে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রাও

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-01, 9:23am

img_20251101_092107-6c1c13d83b17b04d48550b0a7260d6e91761967384.jpg




ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও।

শনিবার (১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। 

বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ ছিল।

গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।