News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

চিকিৎসায় নোবেল পেলেন অ্যামব্রোস ও রুভকুন

গ্রীণওয়াচ ডেস্ক ওষুধ 2024-10-08, 2:18pm

images-59b514174bffe4ae402b3d63aad79fe01728375538.jpeg




চিকিৎসায় এ বছর নোবেল পুরস্কার জিতেছেন দুজন। তারা হলেন—যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। অতিক্ষুদ্র মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে এর পোস্ট-ট্রান্সক্রিপশনাল (ট্রান্সক্রিপশন পরবর্তী) ভূমিকার বিষয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। প্রাণীর দেহ গঠন ও কাজ বুঝতে তাদের এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময় সোমবার ৩টা ৪৫ মিনিটে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তাদের নাম ঘোষণা করে। নোবেল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানায়। একইসঙ্গে দ্য নোবেল প্রাইজ ওয়েবসাইটের সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করেছে।

প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে পুরস্কারজয়ীর নাম। এরপর ছয়টি বিভাগের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১৪ অক্টোবর অর্থনীতি ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। এনটিভি নিউজ।