News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

১৪ বছরে ১৭ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে : শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-01-19, 10:20pm

resize-350x230x0x0-image-208065-1674142287-70988e253f2780520e0b82ff46114fa61674145225.jpg




আওয়ামী লীগ সরকার ১৪ বছরে দেশে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।  শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় করার পাশাপাশি চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। ডা. দীপু মনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।