News update
  • Ukraine's post-war reconstruction set to cost $524 billion     |     
  • Dhaka’s air world’s 3rd worst Wednesday morning     |     
  • Chhatak Cement Factory closed for lack of raw material     |     
  • Tarique urges govt: Pay heed to public desire for neutrality     |     
  • Only battlefield fighters ‘FFs,’ others Associates: Adviser     |     

কুয়েটে হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের মিছিল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-26, 7:24am

kuet_1-967eed4a299e1dfccd932244906f65071740533064.jpg




হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষেপ করে।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদি কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদ বিলোপের ছয় মাস পরেও কুয়েট প্রশাসন সেই আগের পথে হাঁটছে।

এর আগে সার্বিক নিরাপত্তার স্বার্থে সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। মঙ্গলবার সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের জন্য কেএমপি কমিশনারকে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এনটিভি।