News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

নিহতদের প্রত্যেকের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চায় এনসিপি, বিকেলে প্রতিবাদ সভা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-15, 6:58am

b35675591b14a212a665dc38e1fbb9f53cd3e46a0490e3ae-0caddf5ea8cb50ae47e3e02d110545a61760489899.jpg




রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহতের ঘটনায় বিচার ও নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে প্রতিবাদ সভা করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর-১০ এর স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির তিন দাবি

> অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের দোষীদের আটক করে বিচার করতে হবে।

> নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

> ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সকল কেমিক্যাল গোডাউন অতিদ্রুত সরাতে হবে।

উল্লেখ্য: মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় বিএনপিও।