Electricity symbol
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দিন বয়াতী (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুতলীতে টিউবয়েল বসানোর সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মাঈনুদ্দিনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মাঈনুদ্দিন ওই ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাবিব বয়াতির ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানায়, মৃত মাঈনুদ্দিন টিউবয়েল বসানোর কাজ করতো। ঘটনার সময় একটি টিউবয়েল বসানোর কাজ শেষ করে মালামাল ভ্যান গাড়িতে উঠাতে ব্যস্ত ছিলো। একটি লোহার পাইপ উঠাতে গেলে উপরে থাকা বিদ্যুৎ লাইনের সাথে লেগে মৃত্যবরন করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ থানায় আনা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। - গোফরান পলাশ