শারদীয় দুর্গোৎসবে সৌহার্দপূর্ণ পরিবেশ যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, যারা মাজার ও মন্দিরে হামলা চালিয়ে অপবিত্র করতে চায় তারা অপরাধী। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে নগরীর গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিদর্শন করতে এসে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ।
তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কেউ কেউ মাজারে হামলা চালায়, মন্দির অপবিত্র করার চেষ্টা চালায়।’
শারদীয় দুর্গোৎসবে সবাইকে পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আসন্ন দুর্গাপূজা নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। এবং সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।’
তিনি বলেন, ‘রাতের বেলা অনেক সময় হামলা হয়। অন্ধকারের মধ্যে ঢিল মারে- এমন কোনো আশঙ্কা অনুভব করলে মুহূর্তের মধ্যে প্রশাসন হাজির হবে। হটলাইন চালু করতে বলেছি। লোকাল মানুষকে সমন্বয় করেন। তাহলে দুর্গা পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবে। প্রতিটি নাগরিকে এটি সাংবিধানিক অধিকার। নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি আছে, মসজিদে আজান হয়, মন্দিরে শঙ্খ ধ্বনি হয়, এই যে বৈচিত্র্য, তার মধ্যেই আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে। এই দেশ আমাদের সবার।’ সময় সংবাদ