News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানী আম নিয়ে লড়বেন ঢাকা-৬ আসনে

নির্বাচন 2023-12-21, 1:30pm

parash-bhasani-8d36cf6f7530256c418eea3688ae98201703143842.jpg

Parash Bhasani



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে প্রার্থী হয়েছেন পরশ ভাসানী। তিনি মজলুম জননেতা মওলানা ভাসানীর নাতী ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আবু নাসের খান ভাসানীর ছেলে। 

তিনি বর্তমানে মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ন্যাপ তথা প্রগতিশীল ন্যাপের আহবায়ক। ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমর্থিত প্রার্থী হিসেবে আম মার্কায় নির্বাচনে লড়বেন তিনি। 

নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি বলেন, যেসব সমস্যা রয়েছে জনগণের কাছ থেকে আমি সেসব শুনছি। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি এখানকার জনগণের উন্নত জীবনমান নিশ্চিতে কাজ করতে চাই। 

বার্তা প্রেরক (প্রীতম পোদ্দার) দপ্তর সমন্বয়ক - প্রগতিশীল ন্যাপ