News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের সাথে কথা বলবে বাফুফে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-12-26, 9:53am

image-306048-1735183888-e29b148a7a5bb5f243c97f940fe65f771735185199.jpg




ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার অনুমতি পাওয়ার পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেছিলেন, তারা আরও প্রবাসী ফুটবলার সার্চ করবেন এবং কিছু খেলোয়াড়ের তালিকা তাদের হাতেও আছে। এর কারণ হচ্ছে হামজা আসাতে লাল-সবুজ জার্সির আকর্ষণ বেড়েছে অনেক প্রবাসী তরুণের।

হামজা চৌধুরী ফিফার ছাড়পত্র পাওয়ার পরই বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের বায়োডাটা ও খেলার ভিডিও এসেছে বাফুফেতে। সবার বায়োডাটা ও ভিডিও পর্যালোচনা করেছে বাফুফের সংশ্লিষ্ট বিভাগ। তাদের মধ্যে কয়েকজনের বায়োডাটা সম্ভাব্য তালিকাতেও রাখা হয়েছে।

জামাল ভূঁইয়া ও তারিক কাজী লাল-সবুজ জার্সিতে খেলার সময়ও এভাবে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ফুটবলার বাফুফেকে মেইল পাঠিয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। বাফুফে কয়েকজনকে এনে পরখও করেছিলেন। কানাডা প্রবাসী রাহবাবকে এক ম্যাচ খেলিয়েও ছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

এ বিষয়ে বাফুফের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, ‘সাধারণ সম্পাদকের কাছে বেশ কয়েজন প্রবাসী ফুটবলার খেলার আগ্রহ প্রকাশ করে মেইল করেছেন। সভাপতির কাছেও আছে কয়েকজনের আবেদন। জাতীয় দলের খেলোয়াড় অন্তর্ভূক্তির বিষয়টি ন্যাশনাল টিমস কমিটি দেখে থাকে। আর এই কমিটির চেয়ারম্যান সভাপতি নিজে। তাই প্রবাসী ফুটবলারদের আবেদনগুলো সভাপতির নেতৃত্বাধীন কমিটিই দেখবেন।’

আবেদন করা প্রবাসী ফুটবলারদের মধ্যে একজন হলেন জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলারের বায়োডাটা দেখে বাফুফে কিছুটা আগ্রহী বলে জানা গেছে। যে কারণে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর জায়ান আহমেদের সাক্ষাৎকার নেবেন।

লেফটব্যাক পজিশনে খেলা প্রবাসী এই ফুটবলারের বর্তমান বয়স ২০ বছর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাবা-মায়ের সাথে বসবাস করেন তিনি। যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড় জায়ান। স্পেন ও ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে ট্রেনিংও নিয়েছেন তিনি। এ ছাড়া কয়েকটি টুর্নামেন্টেও অংশ নেন জায়ান।

কয়েকদিন আগে দেশে এসেছেন এই প্রবাসী ফুটবলার। জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জায়ান দেখা করবেন বাফুফে কর্মকর্তাদের সঙ্গে। জায়ান আহমেদের বাবা শরিফ আহমেদ বলেন, ‘দুই একদিনের মধ্যেই আমরা দেখা করবো বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সাইফুল বারী টিটুর সাথে। তারপরই জানাতে পারবো জায়ানের বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়া শুরু হবে কিনা।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সংযোজন করা হচ্ছে প্রবাসী ফুটবলারদের। বাফুফে মনে করছে আবারও প্রাণ ফিরে পাবে দেশের ফুটবল। আর সেই সাথে বাংলাদেশের ফুটবল এক সময় বিশ্ব দরাবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরটিভি