News update
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     

বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি ও নেদারল্যান্ডস

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-18, 8:14am

0b08c0409c9005b147a1e9fa921d6afb2c33e95acd5e74b9-a3126b6f47c6194eb8371a57c47fa4881763432086.jpg




বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ইউরোপের আরও দুইটি দল। সোমবার (১৭ নভেম্বর) রাতে জার্মানি স্লোভাকিয়াকে নিয়ে ছেলেখেলা করে বিশ্বকাপে জায়গা করে নেয়। এদিকে নেদারল্যান্ডসও সহজ জয় পেয়েছে লিথুনিয়ার বিপক্ষে। তারাও বিশ্বকাপ নিশ্চিত করেছে।

গ্রুপ 'এ'-এর ম্যাচে স্লোভাকিয়াকে আতিথ্য দিয়েছিল জার্মানি। লাইপজিগে স্লোভাকিয়াকে কোনোপ্রকার পাত্তাই দেয়নি তারা। প্রথম হাফে চারটি গোলের পর দ্বিতীয় হাফেও দুইবার বল জালে জড়ায় জার্মানরা।

ম্যাচের ১৮তম মিনিটে কিমিচের ক্রস থেকে হেডে গোল করেন ওল্টেমাডে। ২৯ মিনিটে জিন্যাব্রি এবং ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন লিরয় সানে। ম্যাচের ৬৪ মিনিটে কিমিচের বদলি হিসেবে নামেন বাকু। তার তিন মিনিট পরই জালের দেখা পান এই ডিফেন্ডার। চার বছর পর জাতীয় দলের জয়ে গোল করলেন বাকু। আর ৭৯তম মিনিটে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন ১৯ বছর বয়সি তারকা আসান ওউয়েদ্রাগো।

এবারের বাছাইয়ে নিজেদের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে স্লোভাকিয়া হারলেও এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে তাদের সামনে। গ্রুপ রানার্স আপ হওয়ায় প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে তারা।

নেদারল্যান্ডস ৪-০ লিথুনিয়া

এদিকে গ্রুপ 'জি'-এর ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে সহয় জয় পেয়েছে নেদারল্যান্ডসও। তাতে তারাও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। ডাচদের হয়ে গোল করেছেন রেইন্ডার্স, গাকপো, সিমন্স এবং মালান।

একই গ্রুপে পোল্যান্ড মাল্টাকে ৩-২ গোলে হারায়, যার ফলে গ্রুপ রানার্স আপ হয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।