News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

বইয়ের মান তদারকিতে ১৫০ জন শিক্ষক নিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক বইপত্র 2024-12-22, 9:44pm

img_20241222_214027-a9ffca2db8f85fb063e52190b605aa951734882242.jpg




সরকার আগামী শিক্ষাবর্ষের জন্য মানসম্মত বই দিতে এবার কঠোর অবস্থানে রয়েছে। প্রেসে-প্রেসে কাগজ ও ছাপা হওয়া বই তদারকির জন্য সরকার তৃতীয় পক্ষের দুটি ইন্সপেকশন এজেন্সি নিয়োগ দিয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আবার নতুন করে শিক্ষা ক্যাডারের আরও ১৫০ জন শিক্ষককে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

চিঠিতে শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এসব মুদ্রণ প্রতিষ্ঠানের ছাপার কার্যক্রম সরেজমিন তদারকি করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫০ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত সংযুক্ত মুদ্রণ প্রতিষ্ঠানের বাস্তবিত অবস্থা, কাগজ সরবরাহ, টেস্টিং রিপোর্ট, ছাপার মান, প্রতিদিনের কর্মপরিকল্পনা, বই ছাপার অগ্রগতি ও সরবরাহ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন।

আরটিভি