News update
  • Bay Deep depression likely to cross Odisha by Thursday night     |     
  • Human Rights Groups Urged to Unite Against Racism     |     
  • UN, Civil Society Urge Action on Rohingya Rights in Myanmar     |     
  • Heavy rain: Flash floods in Ctg, six other districts likely      |     
  • Prof Yunus back home from USA after attending UNGA session     |     

পোশাকের ডিজাইন ও ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ায় রফতানি ব্যবস্থা বাড়ছে না বংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-10-02, 12:41pm

0a3c557f285c991593933bd7eec8aaf10a20deada6d8ebdc-1-b753e63e7530bccd7ac2a4ca3ec9d5af1759387293.jpg




উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরিতে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়ার বাজারে রফতানি বাড়াতে পারছে না বাংলাদেশ। শুধু তাই নয়, দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা ও বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা।

অস্ট্রেলিয়ার সিডনীতে দুদিনব্যাপী ট্রেড শো’তে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের বাজার প্রায় ২২ বিলিয়ন ডলারের। তবে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি এক বিলিয়ন ডলারের কম।

দেশটির ব্যবসায়ীরা বলছেন, শতাধিক সবুজ কারখানার দেশ হওয়ায় বাংলাদেশি পণ্যের সম্ভবনা আছে অস্ট্রেলিয়ার বাজারে।

স্পায়রো গ্রুপের চেয়ারম্যান সোভোন ইসলাম জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক সম্ভবনা আছে। পরিবেশবান্ধব পোশাক শিল্প গড়ে তুলতে কাজ করছেন তারা।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসফিকুর রহমান জানান, কেবল তৈরি পোশাক নয় অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা গেলে রফতানি বাড়ানো সম্ভব।

প্যানেল আলোচনায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোয় সহযোগিতার আশ্বাস দেন অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক স্যাডো মিনিস্টার মার্ক কোর। একই সুরে কথা বলেন বাংলাদেশের অস্ট্রেলিয়া হাইকমিশনের বাণিজ্য প্রতিনিধি বেন কারসন।

বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে বিজনেস এক্সপোতে পণ্য প্রদর্শনী ছাড়াও দুইদিনে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য নিয়ে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।