News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

সি.এন.জি চালকদের পাশে নায়ক রাসেল মিয়া

যোগাযোগ 2025-01-05, 8:42pm

hero-russel-speaking-at-a-human-chain-organised-by-cng-drivers-and-owners-in-dhaka-city-on-sunday-60800b0ca99e92e5aca98b4a6f2f44f71736088145.jpeg

Hero Russel speaking at a human chain organised by CNG drivers and owners in Dhaka City on Sunday



ঢাকা জেলার সি.এন.জি গাড়ি ঢাকা -থ সমূহ ঢাকা মহানগড়িতে চলার দাবিতে শান্তিপূর্ণ মানব বন্ধনের আয়োজন করেন। ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে তিন হাজার সিএনজি চালকদের ও একহাজার সি.এন.জি মালিকদের নিয়ে বিশাল এক মানববন্ধন এর আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনের আহ্বায়ক মোঃ রাশেদ হাওলাদার বলেন আমাদের অবাধে ঢাকা মহানগরে সি.এন.জি চলার সুযোগ দিতে হবে। আমরা সি.এন.জি মালিক এবং চালকরা দিনদিন খুবই খুবই অসহায় হয়ে পড়ছি। আমাদের দাবি না মানা আগপর্যন্ত আমরা ঘরে ফিরবো না।আহ্বায়ক এর বক্তব্যে সন্তুষ্ট হয়ে সকল সি.এন.জি মালিক ও চালকরা একমত পোষন করেন।

মানববন্ধনে গণমানুষের অভিনেতা রাসেল মিয়া বলেন চালকদের বাতাসে সার্টের বুতাম খুলে গেলেই মামলা দেওয়া চলবে না! মামলা দেওয়ার পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে।রাসেল মিয়া আর-ও বলেন।৫০ কেজি ওজনের তিন লক্ষ টাকার সিএনজি মাত্র ১টি লাইসেন্স জন্য ৩০ লাখ হয়ে যাওয়াটা কোন যৌক্তিক বিষয় নয়। লাইসেন্স এর নামে এই চাঁদাবাজির খেসারত চালক থেকে যাত্রী সকলকেই পোহাতে হচ্ছে।

আমরা চাই রাস্তায় বিএমডব্লিউ ও চলবে সিএনজি ও চলবে। মাননীয় উপদেষ্টা সংস্কারে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা উপদেষ্টা মহোদয়কে বিব্রত না করে সংস্কারে সহযোগিতা করতে চাই।আশা করছি সিএনজি চালক-মালিকদের দুঃখ কষ্টের এই বিষয়টি তিনি আমলে নিয়ে অতিদ্রুত পাশে থাকার প্রতিশ্রুতি দিবেন! মানববন্ধনে সিএনজি চালকরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন হাজার হাজার সিএনজি চালকরা হয়রানি থেকে বাঁচতে চায়। ঢাকায় গাড়ি চালানোর অনুমতি চায়। - প্রেস বিজ্ঞপ্তি