News update
  • Economy Stabilises Unevenly as Banking Crisis Drags Growth     |     
  • Jamaat Signals Openness to Unity Government After Polls     |     
  • Let's build a society of love, tolerance, peace and harmony: Tarique Rahman      |     
  • Bangladesh at a Crossroads as 2025 Reshapes the Nation     |     
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     

রুমিনের শূন্য আসনে জাসদের আফরোজাকে মনোনয়ন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-28, 7:28am

resize-350x230x0x0-image-213917-1677525841-f8a67c309d4115c0d3e9473b3d99f34e1677547689.jpg




সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে জাসদের সহ-সভাপতি আফরোজা হক রীনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনে জাসদ তাকে মনোনয়ন দেয়। জোটের শরিক এ প্রার্থীকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আফরোজা হক রীনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। তিনি দলের স্থায়ী কমিটি সদস্য ও জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক।

রুমিনের ছেড়ে দেওয়া এ নারী আসনটি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ পেলেও তারা এটি জাসদকে ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জাসদের প্রার্থী আফরোজা হকের বিষয়ে ১৪ দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভাপতির সমর্থন সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পেয়েছেন। জোটের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ রোববার (২৬ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ে দলের প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। ভোট হবে ২০ মার্চ। তথ্য সূত্র আরটিভি নিউজ।