News update
  • HSIA Cargo Village Fire Partially Contained, Flights Diverted     |     
  • UN Warns Nearly 900 m Poor Face Climate Peril     |     
  • Global Finance Leaders Eye Gaza’s $70b Reconstruction Plan     |     
  • Over 1 million tickets sold for 2026 World Cup in North America: FIFA     |     

"দিল্লি আছে, আমরা আছি" বক্তব্য সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার নামান্তর -গণতন্ত্র মঞ্চ

রাজনীতি 2023-10-06, 1:32am

ganatantra-manch-5878f6269ac6a8ac125a8f4b3322e1671696534323.jpg

Ganatantra Manch



গণতন্ত্র মঞ্চ'র পরিচালনা কমিটির-এর সভা বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, সন্ধ্যা  টায়, নাগরিক ঐক্যের কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি  আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। 

উক্তসভায় আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদ-এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডি  সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাজনৈতিক পরিষদ-এর সদস্য  মীর মোফাজ্জল হোসেন মোস্তাক। 

সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারী দলের  সাধারণ সম্পাদক তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে। সরকারি দল দেশের জনগণ নয় বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। সভায় নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী এ ধরনের কোন অপু তৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না।  সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে এই অবৈধ, মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। 

আগামীকাল ০৬ অক্টোবর ২০২৩, শুক্রবার, সন্ধ্যা ছয়টা গণতন্ত্র মঞ্চের জরুরি প্রেস ব্রিফিং রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভা থেকে আগামী ৭ থেকে ২০ তারিখ পর্যন্ত যুগপৎ ও গণতন্ত্র মঞ্চের নিজস্ব নিন্মলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়। 

★ ১০ অক্টোবর: আলোচনা সভা

★ ১২ অক্টোবর: ছাত্র কনভেনশন

★ ১৮ অক্টোবর: এক দফার ভিত্তিতে যুগপৎ এর সমাবেশ – প্রেস বিজ্ঞপ্তি