News update
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     

সংরক্ষিত নারী আসনে আ.লীগের তালিকা প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-02-14, 7:16pm

wwetwt-5c07e7d1475563708b003a691a2fda3e1707916616.jpg




দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, সকালে গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগরওয়াল, নীলফামারীর আশিকা সুলতানা, জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা, নাটোরের কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের জারা জাবীন মাহবুব, খুলনার রুনু রেজা, বাগেরহাটের ফরিদা আক্তার বানু, বরগুনার ফারজানা সুমি, ভোলার খালেদা বাহার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার রশীদ, নরসিংদীর ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহের উম্মি ফারজানা ছাত্তার, নেত্রকোণার নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাটের মাহফুজা সুলতানা, ঝিনাইদহের পারভীন জামান, কুমিল্লার আরমা দত্ত, সাতক্ষীরার লায়লা পারভীন, খুলনার বেগম মন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদৌরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, ঢাকার পারুল আক্তার, ঢাকার সাবেরা বেগম, বরিশালের শাম্মী আহমেদ, ঢাকার নাহিদ ইজাহার খান, ফরিদপুরের ঝর্না হাসান, মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা, ঢাকার শাহিদা তারেখ দীপ্তি, ঢাকার অনিমা মুক্তি গমেজ, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দীক রোজী, টাঙ্গাইলের তারানা হালিম, টাঙ্গাইলের বেগম শামসুর নাহার, গাজীপুরের মেহের আফরোজ, টাঙ্গাইলের অপরাজিতা হক, ঢাকার হাছিনা বারী চৌধুরী, গোপালগঞ্জের নাজমা আকতার, সিলেটের রুমা চক্রবর্তী, লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুরের আশ্রাফুন নেছা, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রামের শামীমা হারুন, নোয়াখালীর ফরিদা খানম, চট্টগ্রামের দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান, রাঙ্গামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ঢাকার সানজিদা খানম, রংপুরের মোছা. নাছিমা জামান (ববি)।