News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বিএনপির জাতীয় ঐক্যের আহবানকে লেবার পার্টির সমর্থন

রাজনীতি 2024-07-29, 4:14pm

loud-speaker-used-in-politics-072bb4f0e4d19ff6004f18c6b68b18451722235557-7b88f6a9f5c8752e4d3d93b958483d751722248096.jpg

Loudspeaker used in politicians. Wikipedia Commons.



জাতির চরম ক্রান্তিকালে বৃহত্তর জাতীয় স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, দেশ-জাতির মুক্তির লক্ষ্যে একদফার ভিত্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় ঐক্যের আহবানকে জাতীয় সংকট উত্তরণে যুগান্তকারী সিদ্ধান্ত মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, বিএনপি দেশ ও জাতির দুঃসময়ে জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানাই। জাতীর চরম ক্রান্তিলগ্নে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক, সামাজিক শক্তির ঐক্যের ঘোষণায় আওয়ামী অপশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়েছে। 

২৮ জুলাই (রবিবার) বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় একথা বলেন। 

তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রের আইনশৃংখলা বাহিনীকে হিটলারের গেষ্টাপো বাহিনীর মতো নিরীহ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে নির্বিচারে গনহত্যা ও গণগ্রেফতার চালিয়ে বিরোধী শক্তি নির্মুল অভিযানে নেমেছে। ঘরে ঘরে চাকরি দেয়ার পরিবর্তে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। 

বিএনপির নেতৃত্বে জামায়াত ইসলামী সহ জাতীয়তাবাদী, ইসলামী মুল্যবোধে বিশ্বাসী শক্তির ইস্পাত কাঠিন ঐক্যের মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন লুটপাট  অর্থপাচারকারী ও ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির কবল থেকে রক্ষা করতে হবে। 

তাই বাংলাদেশ লেবার পার্টি দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্যের আহবানে সাড়া দিয়ে দেশ ও জনগণকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্ত করতে রাজপথে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানায়। - প্রেস বিজ্ঞপ্তি